সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন চলতি সপ্তাহেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ফৌজদারি অভিযোগের জন্য চলমান অপেক্ষার খেলায় সাবেক এই রাষ্ট্রপতি তাকে কারাগারের বাইরে রাখতে এবং পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসতে অবশ্যই একটি কৌশল তৈরি করছেন।
ট্রাম্প অপরাধের জন্য অভিযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট। তবে এটাও প্রায় নিশ্চিত যে তিনি হাল ছাড়বেন না। ট্রাম্পের অতীত রাজনৈতিক সঙ্কটের মুহূর্তে তার নেওয়া পদক্ষেপগুলো চলমান পরিস্থিতি বিবেচনায় কি হতে পারে বলে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
অতীত ঘাটলে দেখা যাবে রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা কোণঠাসা হলে ট্রাম্প সবসময় পাল্টা আক্রমণ করে থাকেন। ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তিনি প্রতিপক্ষকে আক্রমণ করার দিকেই বেশি ঝুঁকেছিলেন। এমনকি হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কের আগে তিনি বিল ক্লিনটনের যৌন অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
ট্রাম্প ইতিমধ্যেই ম্যানহাটনের জেলার অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের বিরুদ্ধে খোঁচা দিয়ে বলেন, তাকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড় করানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প তাকে ‘প্রতারক প্রসিকিউটর’ হিসেবে উল্লেখ করেন।

নিউইয়র্ক টাইমসের ম্যাগি হ্যাবারম্যানের মতে, সাবেক রাষ্ট্রপতি তার সম্ভাব্য গ্রেপ্তারের দ্বারা একইসাথে ‘উজ্জীবিত এবং ক্ষুব্ধ’।
সাবেক এই রাষ্ট্রপতির সামনের দিনগুলোতে পাল্টা আক্রমণ চালানোর জন্য অন্তত দু’টি সুযোগ থাকবে। একটি হল ওয়াকো, টেক্সাসে একটি পরিকল্পিত সমাবেশ করা৷ অন্যটি হলো, যদি তাকে সত্যিই অভিযুক্ত করা হয়, তাহলে নিউইয়র্ক সিটিতে চলে যাওয়া।
ট্রাম্প অবশ্যই তার অভিযুক্তদের বিরুদ্ধে আঘাত করতে চাইবে এবং নিজেকে আক্রমণের শিকার হিসেবে চিত্রিত করবেন। ট্রাম্পের প্রচারাভিযানের তহবিল সংগ্রহের আবেদনগুলোতে ইতিমধ্যে এই ধরণের বিষয়গুলোই ফুটে উঠেছে যা এখন পর্যন্ত দেড় মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।
ওহিও সিনেটর জেডি ভ্যান্স বলেছেন, আমাকে একাধিক সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার সমর্থন বাতিল করব কিনা। এখানে আমার উত্তর হলো ‘না’। একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ট্রাম্পের পক্ষের যুক্তিকে শক্তিশালী করে তুলবে। অতীতে ট্রাম্পের উপর এরকম আক্রমণ তার প্রতিপক্ষদের জন্য একটি বোকামি হয়ে দাঁড়িয়েছিল। যা ট্রাম্পের অবস্থানকে আরও দৃঢ় করে। এ ধরণের আক্রমণ কেবল তার অবস্থানকে শক্তিশালী করতে পারে।
ট্রাম্পের উপদেষ্টা ব্রায়ান লানজা বলেছেন, যদি তাকে অভিযুক্ত করা হয়, তাহলে সে বুলেটপ্রুফ হয়ে যাবে। যদিও দীর্ঘ মেয়াদে ট্রাম্প ঝুঁকিমুক্ত নয়। ট্রাম্প যদি এই বাধাগুলো কাটিয়ে উঠতে এবং রিপাবলিকান মনোনয়ন পায় তাহলে তা ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, অভিযুক্ত ব্যাক্তি কখনই কাউকে সাহায্য করে না। ডোনাল্ড ট্রাম্প এমন কেউ নন যিনি রিপাবলিকান পার্টির সাধারণ নির্বাচনে বিজয়ী হতে পারেন। ট্রাম্প গত আট বছরে এমন ধরণের কেলেঙ্কারি এবং তদন্ত থেকে বেঁচে গেছেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাওয়া গোপন সংবাদের মাধ্যমে এ তথ্য পেয়েছেন তিনি।
তবে ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ ধরণের কোন তথ্য পাওয়া যায়নি। আইনজীবী বলেছেন, ট্রাম্পের গ্রেপ্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে প্রতিবাদে বিক্ষোভে নামতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্প এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।