তীর্থের কাকের মতো দর্শক অপেক্ষায় ছিলেন আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাটকটির দেখার জন্য ব্যাকুল হয়ে পোস্ট দিচ্ছিলেন। দর্শকদের সেই অপেক্ষায় অবসান হল।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সন্ধ্যা ৭ টায় চ্যানেল আই প্রাইম-এর ইউটিউবে উন্মুক্ত হলো আরফান নিশো ও মেহজাবীন অভিনীত এই নাটকটি।
‘পুনর্জন্ম’ ও ‘পুনর্জন্ম ২’ নির্মাণ করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। প্রচারের পর নাটক দুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ‘পুনর্জন্ম’ নামটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়। ভিকি জাহেদের পরিচালনায় দুটি কিস্তিই দর্শক ব্যাপকভাবে পছন্দ করে। তাই দর্শক চাহিদার কারণে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘পুনর্জন্ম ৩’ প্রচার হয়।
তবে নেটিজনরা অপেক্ষায় ছিলেন ইউটিউবে আসার। অবসান হলো সেই অপেক্ষার। আগেই বলা হয়েছিল প্রচারের দিনই ইউটিউবে ছাড়া হবে ‘পুনর্জন্ম ৩। কিন্তু সিদ্ধান্ত বদলে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ইউটিউবে এই নাটকটি বাড়তি সংযোজন করে উন্মুক্ত হয়েছে।
এতে দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে ‘পুনর্জন্ম ৩’। টেলিভিশনে ‘পুনর্জন্ম ৩’ এর ৬০ মিনিটের ভার্সনটি সম্প্রচার হয়েছে, কিন্তু ইউটিউবে ৮৫ মিনিটের পুর্ণ ভার্সনটি দর্শক দেখতে পাচ্ছে।
‘পুনর্জন্ম ৩’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন, নওশাবা, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।
দেখে নিন ‘পুনর্জন্ম ৩’