চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বইমেলায় সাংবাদিক নুরুল আমিনের বই ‘ভাগ্য রিমান্ডে’

অমর একুশে বইমেলায় লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি ও প্রাবন্ধিক মো. নুরুল আমিনের লেখা প্রবন্ধের বই ‘ভাগ্য রিমান্ডে’ প্রকাশ হচ্ছে। বইটিতে মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা তুলে ধরা হয়েছে।

এ বইটি প্রকাশ করছে বাডস প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন মুহাম্মদ ইউছুফ। বইটির মূল্য ৩৬০ টাকা।

লেখক মো. নুরুল আমিন বলেন, মানুষের জীবন ধারার অন্তরালে লুকিয়ে আছে কত ব্যথা, কত হতাশা-ব্যর্থতার চিত্র। সেই সব খবর কে আর রাখে। মানুষ কত স্বপ্ন দেখে। নিমিষেই সেই স্বপ্ন ভেঙে যায়। তবুও মানুষ থেকে থাকে না, নতুন কোনো স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে থাকে। এই নিরন্তর পথচলার মূলে থাকে অদম্য উদ্দীপনা আর দিগন্ত জয়ের স্বপ্ন।

তিনি বলেন, মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা ‘ভাগ্য রিমান্ডে’ বইতে সহজ সরল বর্ণনায় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে নানা অনিয়ম-অসঙ্গতি, অসহায়-বঞ্চিত মানুষের আশা-ভরসার কথা, সমস্যা-সম্ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় এ বইতে বিধৃত হয়েছে।

মো. নুরুল আমিন একাধারে লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার হাত রয়েছে। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্যেও লেখালেখি অব্যাহত রেখেছেন। তিনি নিবিড় মনে সাহিত্যচর্চা করেন। ‘ভাগ্য রিমান্ডে’ বই তার ষষ্ঠ প্রকাশনা। এর আগে তার লেখা প্রবন্ধ ও গল্পের বই- জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, কবিতার বই ‘ভালবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে ও নাটক- ভাষা আন্দোলন প্রকাশ হয়েছে। তিনি পাঠক মহলে সমাদৃত।