চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বাসায় তল্লাশি

গতকাল মার্কিন রাষ্ট্রপতির ডেলাওয়্যারের রেহোবোথে বিচ হাউসে শ্রেণিবদ্ধ নথির অনুসন্ধানে চার ঘণ্টার তল্লাশি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তবে রাষ্ট্রপতি জো বাইডেনের আইনজীবী বলেছেন, ডেলাওয়্যারের রেহোবোথে বাড়িতে এফবিআই অনুসন্ধানের সময় কোনও শ্রেণিবদ্ধ নথি পাওয়া যায়নি।

Bkash July

জো বাইডেনের অ্যাটর্নি বলেছেন, যে বুধবারের অনুসন্ধান রাষ্ট্রপতির পূর্ণ সমর্থনেই হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই অনুসন্ধানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রপতি জো বাইডেনের অফিসে শ্রেণীবদ্ধ নথিগুলি পাওয়া যাওয়ার পরে বিভিন্ন স্থানে পরিচালিত একটি সিরিজের মধ্যে এটিই সর্বশেষ অনুসন্ধান।

Labaid
BSH
Bellow Post-Green View