রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর আজ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর আজ। এই যুদ্ধের পরিণতিতে নানা সঙ্কট ও অনিশ্চয়তায় মুখে রয়েছে পুরো বিশ্ব। যুদ্ধে হাজারো ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। দু’দেশের সেনাবাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় জ্বালানিসহ খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ভোগাচ্ছে পুরো বিশ্বকে। কিয়েভে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক সফরের পরই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, বরাবরের মতোই ইউক্রেনের পাশে থাকবে পশ্চিমা দেশগুলো।
বিজ্ঞাপন