জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন থেকে শারীরিক নানা জটিলতায় ভুগে বুধবার চলে গেলেন তিনি।
সুইজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখতে নিজের বাড়িতেই দীর্ঘ অসুস্থতার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন টিনা। জানিয়েছেন শিল্পীর প্রতিনিধিরা।
টিনা টার্নারের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, সম্প্রতি তার স্ট্রোক হয়। ভুগছিলেন কিডনির সমস্যাতেও।
টিনা তার ক্যারিয়ার শুরু করেন ১৯৫০-এর দশকে, ‘রক অ্যান্ড রোল’-এর প্রাথমিক সময়ে। কিছুদিনের মধ্যেই এমটিভির সেনসেশন হয়ে যান তিনি। টপ চার্টে জায়গা করে নেয় তার গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। টবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

জোরালো কণ্ঠ, উদ্যম ও শক্তিশালী স্টেজ পারফরমেন্সের কারণে তিনি উঠেছিলেন রক অ্যান্ড রোলের রানি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে।
সূত্র: সিএনএন