চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রতারণার শিকার টাইগার শ্রফের মা

KSRM

প্রতারণার শিকার হয়ে ৫৮ লাখ টাকা খোয়ালেন বলিউড অভিনেতা টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ। জানা গেছে, ইতোমধ্যেই মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন আয়েশা।

অভিযোগে আয়েশা জানান,  আলান ফার্নান্ডেজ নামে এক ব্যক্তি প্রতারণা করেছে তার সঙ্গে। সেই ব্যক্তির বিরুদ্ধেই ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়। যদিও পুলিশের তরফে এর থেকে বেশি কিছু জানানো হয়নি সংবাদমাধ্যমকে।

Bkash July

এবারই প্রথম নয়, এর আগেও প্রাক্তন মডেল তথা বলিউড প্রযোজক আয়েশা ৪ কোটি টাকার প্রতারণার শিকার হয়ে মামলা দায়ের করেছিলেন অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে। এবার ৫৮ টাকা প্রতারণার শিকার হলেন টাইগার শ্রফের মা।

আটের দশকে বলিউডের পর্দাতে দেখা গিয়েছে আয়েশা শ্রফকে। ১৯৮৪ সালে মনীশ বহেলের বিপরীতে ‘তেরি বাহোঁ মে’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে বিয়ের পর বলিউডে প্রযোজনার পাশাপাশি সংসার সামলানোয় মন দেন আয়েশা। ২০০০ সালে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন জ্যাকি শ্রফের স্ত্রী।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View