
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আজ (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ৬ দফা ছিল মূলত স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। যার ধারাবাহকতায় বাঙালি জাতি পেয়েছে মহান স্বাধীনতা।

এছাড়াও নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে এখনো এমন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়নি যে বাইরের হস্তক্ষেপ প্রয়োজন।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ১৯৬৬ সালের ৬-দফা একটি অন্যতম মাইলফলক। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬-দফা ঘোষণা করেন।