চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিজের মা-বাবাকে দেখভালের চাকরি পেল মেয়ে, পাবে বেতন

KSRM

চীনে চাকরি ছেড়ে দিয়ে নিজের বয়স্ক বাবা-মাকে দেখভালের দায়িত্ব পেয়েছে এক মেয়ে। বাবা-মাকে দেখাশোনা করার জন্য প্রতি মাসে প্রায় ৬২ হাজার টাকা বেতনও পাবে ওই মেয়ে। বেতন দিচ্ছেন বাবা-মা’ই।

এনডিটিভি জানায়, ওই নারীর নাম নিয়ানান (৪০)। তিনি গত ১৫ বছর ধরে একটি সংস্থায় চাকরি করেছেন। সম্প্রতি তার চাকরিজীবনে বেশ কিছু পরিবর্তন আসে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় চাকরির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল তার। ফলে দিন দিন মানসিক চাপ তৈরি হতে থাকে। এই পরিস্থিতিতে এগিয়ে আসে তার বাবা-মা।

Bkash July

আগের চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরির প্রস্তাব দেন মা-বাবা। মেয়েকে তাদের দুজনকে দেখাশোনা করতে হবে। এর বিনিময়ে পাবে বেতন। তারা পেনশন থেকে যে টাকা পায় তা থেকেই পরিশোধ করবে মেয়ের বেতন।

এই অফারটি পাওয়ার সাথে সাথেই লুফে নেন নিয়ানান।

Reneta June

এই বিষয়ে নিয়ানান বলেন, তাকে সকালে এক ঘণ্টা বাবা-মায়ের সঙ্গে নাচানাচি করতে হয়। তাদের সঙ্গে বাজারে যান। সন্ধ্যায় তিনি বাবার সাথে রান্না করেন। বাবা-মায়ের গাড়ি চালানো, বাসার ইলেকট্রনিক সংক্রান্ত কাজ এবং প্রতি মাসে তাদের ভ্রমণের আয়োজনও করে থাকেন তিনি।

তিনি জানিয়েছেন, এই কাজ করতে তার ভালই লাগছে। তবে এর চেয়েও ভাল কোন চাকরি পেলে তা স্বচ্ছন্দে গ্রহণ করতে বলেছেন তার বাবা-মা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View