চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘চেয়েছিলাম বেঞ্চের ক্রিকেটাররা খেলুক’

সাংবাদিকদের তামিম

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসার ইঙ্গিতটা স্পষ্টভাবেই দিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চের খেলোয়াড়দের শক্তি দেখা পরখ করে নেয়াই ছিল তার মূল উদ্দেশ্য।

তবে ম্যাচের আগের দিন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বিষয়টি নিয়ে নিজের আপত্তির কথা জানান। লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড গড়ে দলে ফেরা এনামুল হক বিজয় ডানহাতি হওয়ায় তাকে খেলাতে চাননি। কন্ডিশনের দোহাই দিয়ে লাইনআপে যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখার দিকে জোর দেন ডমিঙ্গো।

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর যখন তামিম সাংবাদিকদের মুখোমুখি হলেন, অবধারিতভাবে বেঞ্চের সব ক্রিকেটারকে না খেলানোর বিষয়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। কারণ অধিনায়ক জোর দিয়ে বলার পরও তাইজুল ইসলাম ছাড়া আর কোনো বেঞ্চের খেলোয়াড় একাদশে ছিলেন না।

এ সময় তামিম বলেন, ‘আমি অবশ্যই এটা করতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি, তখন তারা মনে করেছে পূর্ণ শক্তির দিকেই আগানো উচিৎ। আমরা সেটাই করেছি।’

প্রায় ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা স্পিনার তাইজুল ১০ ওভারে ২ মেইডেন দিয়ে ২৮ রান খরচ করে ৫ উইকেট দেন। ক্যারিয়ারসেরা বোলিংয়ে করে হয়েছেন ম্যাচ সেরা।

তাইজুলকে খেলানোর ব্যাখ্যায় তামিমের ভাষ্য, ‘আমাদের একটা পরিবর্তনই আনা দরকার ছিল। কারণ আমরা জানতাম একই ধরনের উইকেটে আবারো খেলবো। তখন আমাদের একটা পেস বোলার কমায়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’

‘তবে আমি যে কথা বলছিলাম, আমার অবশ্যই তা ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতে কনভিন্স। কারণ আমার কাছে মনে হয় যখন দল ভালো করছে, সেভাবেই আমাদের শেষ করা উচিৎ।’