চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অজয়ের কারণেই এখনও একা টাবু!

বিয়ে তো দূরের কথা, প্রেমও করেননি বলিউড অভিনেত্রী টাবু। আর তার এই ‘সিঙ্গেল’ থাকার পেছনের অন্যতম কারণ অভিনেতা অজয় দেবগণ। এক সাক্ষাৎকারে জানালেন টাবু।

বলিউডের অন্যতম সফল নায়িকা। জীবনে পেয়েছেন অসংখ্য প্রেমের প্রস্তাব। তবু কেন একা থেকে গেলেন টাবু? মুম্বাই মিররের তরফ থেকে এই প্রসঙ্গে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে টাবু বলেন, ‘আমার কাজিন সামির আর্যর পাশের বাড়িতে থাকতেন অজয়। তারা ভালো বন্ধু ছিলেন। সেই বেড়ে ওঠার সময় থেকেই অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সময়ে সামির আর অজয় আমার উপর নজর রাখতেন। কোনও ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলেই তাকে মারধর করতেন। আমার একা থেকে যাওয়ার পিছনে এটি একটা বড় কারণ।’

Bkash July

এরপর টাবু জানান, এটা নিছক রসিকতা ছাড়া আর কিছুই নয়। কারণ টাবুর খুব কাছের বন্ধু অজয়। টাবুর ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় অজয় অন্যতম। তিনি বলেন, ‘যদি কাউকে ভরসা করা যায়, তবে তিনি হলেন অজয় দেবগণ।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Labaid
BSH
Bellow Post-Green View