
মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্য নিয়ে দিল্লি থেকে যাত্রা করে পথে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে প্লেনটি রাশিয়ার মাগাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবশেষে আজ আটকে থাকা সেই যাত্রীদের নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছে এয়ার ইন্ডিয়ার একটি ফেরি ফ্লাইট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
মঙ্গলবার ৬ জুন যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণ করে ফ্লাইট এআই-১৭৩।
শিশু এবং বৃদ্ধসহ যাত্রীদের ভোগান্তি দেখেছেন আটকা পড়া যাত্রীদের মধ্যে একজন গগন বলেন, সেখানে পরিস্থিতি ছিল চ্যালেঞ্জিং। সেখানে না ছিল পরিষ্কার থাকার জায়গা, না ছিল উপযুক্ত সুযোগ-সুবিধা।

আটকে পড়া যাত্রীরা সমস্যার সম্মুখীন হওয়ার পরও গগন রাশিয়ান কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, তারা অনেক ভালো কাজ করেছে। তারা চেষ্টা করছিল আমাদের সাহায্য করার।
মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে , সেই ফ্লাইটে ৫০ জনেরও কম আমেরিকান নাগরিক ছিলেন।
বিজ্ঞাপন