চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভুয়া পরিচয়ে ৫ তারকা হোটেলে অবস্থান: বিল ৩৫ লাখ রুপি

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের একজন সদস্য পরিচয়ে দিল্লির একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে অবস্থান করেছেন মোহাম্মদ শরীফ নামের এক ব্যক্তি। প্রায় চার মাস অবস্থানের পর ৩৫ লাখ রূপি বিল করেছেন তিনি। পরে সাড়ে ১১ লাখ রূপি পরিশোধ করে বাকি টাকা না দিয়ে পালিয়েছেন হোটেল থেকে। 

মঙ্গলবার বিকেলে এমন তথ্য প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে আরও বলা হয়, লীলা প্যালেস হোটেল ম্যানেজমেন্টের অভিযোগের ভিত্তিতে শনিবার থেকে শরীফকে খুঁজছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা এবং চুরির অভিযোগ এনেছে হোটেল কর্তৃপক্ষ।

শরীফ গত ১ আগস্ট ২০২২ তারিখে লীলা প্যালেস হোটেলের ৪২৭ নম্বর কক্ষে চেক-ইন করেন। পরে গত বছরের নভেম্বরের ২০ তারিখ কাউকে কিছু না জানিয়ে হোটেল ত্যাগ করেন। হোটেল কর্মচারীদের দাবি, তিনি হোটেল থেকে কয়েকটি রূপার পাত্র এবং একটি মুক্তার ট্রেসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছেন।

 

হোটেল কর্তৃপক্ষ জানায়, আগস্টে হোটেলে পৌঁছে শরীফ হোটেল কর্মীদের বলেছিলেন যে তিনি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা। এছাড়াও তিনি আবুধাবি রাজপরিবারের শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলেও জানান।

শরীফ বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে শেখের সাথে কাজ করেন। মূলত সরকারি কাজে ভারতে আসেন তিনি। হোটেল কর্তৃপক্ষকে তিনি একটি ব্যবসায়িক কার্ড, একটি সংযুক্ত আরব আমিরাতের আবাসিক কার্ড এবং অন্যান্য কাগজপত্রও দেখিয়েছেন। এছাড়াও তিনি নিয়মিত হোটেল কর্মীদের সাথে সংযুক্ত আরব আমিরাতে তার জীবনের গল্পও শুনাতেন।

শরীফের দেওয়া কাগজপত্র নকল মনে করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হোটেলে চার মাস অবস্থানের পর রুম এবং সার্ভিস চার্জ বাবদ শরীফের বিল হয় ৩৫ লাখ রূপি। যেখান থেকে সাড়ে ১১ লাখ রূপি পরিশোধ করেন তিনি, বাকি টাকা পরিশোধ না করেই পালিয়ে যান।

দিল্লি পুলিশ তাকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করছে।