চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যাদের নিয়ে বিশ্বকাপে এশিয়ার সেরা শ্রীলঙ্কা

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই জিতে এবার বিশ্বকাপ মিশনে পা বাড়াচ্ছে শ্রীলঙ্কা। এক মাস পর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টুয়েন্টির বিশ্ব আসরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে লঙ্কান বোর্ড।

ফিরেছেন দুই নিয়মিত পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি তারা। চোট পুরোপুরি না সারায় দুজনকে নিয়েই শঙ্কা আছে এখনও।

লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন নিয়ে এশিয়া কাপে অভিষেক হয়েছিল মাথিশা পাথিরানার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আলো কাড়তে পারেননি ডানহাতি পেসার। পরে আর সুযোগ না পাওয়া পাথিরানা বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকেও।

পাথিরানার মতো এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন আসিথা ফার্নান্দো, নুয়ান থুসারা। টুর্নামেন্টে লঙ্কানদের রিজার্ভ খেলোয়াড় আশেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিডু ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), ধানুস্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিডু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডার্সে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান।

রিজার্ভ: আশেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিডু ফার্নান্দো।