চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যাম্পিয়ন্স লিগের জন্য খেলোয়াড় পাচ্ছে না ইতালি-ইংল্যান্ড

KSRM

২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নির্ধারণের শেষ আটের ম্যাচগুলোতে লড়বে ইতালির তিনটি ও ইংল্যান্ডের দুটি ক্লাব। এজন্য ইউরো-২০২৪ বাছাইপর্ব খেলার জন্য খেলোয়াড় সংকটে পড়েছে দেশ দুটি। ইতালি দল ঘোষণা করে ইংল্যান্ডের চেয়ে ‘বাজে’ অবস্থায় আছে, বলছেন কোচ রবের্তো মানচিনি।

‘সাউথগেটের চেয়েও আমাদের বাজে অবস্থা। জানি না কেন স্ট্রাইকার কম আছে, যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক কম। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের তিনটি টিম কোয়ার্টার ফাইনালে খেলবে, যার মধ্যে ইতালিয়ান আট-নয় জন। এটাই বাস্তবতা।’ খেলোয়াড় না পেয়ে মানচিনির অভিব্যক্তি এমন।

Bkash July

একই ধরণের সমস্যায় আছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও। চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের দুটি দল খেলবে শেষ আটে। ইংল্যান্ডের ঘোষিত দলে এ দুটি ক্লাবের নয়জন খেলোয়াড় রয়েছে, যা তাদের সমস্যায় ফেলবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের লড়াই শুরু হবে ১১ এপ্রিল থেকে। যেখানে চেলসি আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে ইউরো বাছাইয়ে ইতালি-ইংল্যান্ড মুখোমুখি হবে এ মাসের শেষ সপ্তাহে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View