চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শেষ যাত্রায় কেকে, উপস্থিত তারা

বলিউডের প্রখ্যাত কেকের শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবার, নিকাটাত্মীয় ও বলিউডের শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে কেকের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছে।

ইতোমধ্যে কেকে’র অন্তিমযাত্রার বেশকিছু ছবি প্রকাশিত হয়েছে। যে ছবিগুলোতে দেখা গেছে বলিউডের সংগীত ও সিনেমা জগতের তারকাদের।

শঙ্কর মহাদেবন, হরিহরণ, জাভেদ আলি, অলকা ইয়াগ্নিক, জাভেদ আখতার, পাপন এবং তার স্ত্রী, রেখা ভরদ্বাজ এবং তার স্বামী বিশাল ভরদ্বাজ, পরিচালক কবীর খান প্রমুখের ছবি প্রকাশ্যে এসেছে। প্রত্যেকেই সাদা বা কালো পোশাকে শেষ বার কেকে-কে বিদায় জানাতে উপস্থিত।

বাবাকে শেষ বিদায় জানাতে উপস্থিত আছেন ছেলে নকুল ও মেয়ে তামারা। চিতার সামনে আছেন স্ত্রী জ্যোতি।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কেকে। তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কেকে-কে মৃত বলে ঘোষণা করেন।

কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামে অধিক পরিচিত। হিন্দি ছাড়াও তিনি তেলুগু, মালয়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাটি ও তামিল চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে ভারতের অন্যতম বৈচিত্রপূর্ণ সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দুটি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View