চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্মার্টফোনে ‘মৃধা বনাম মৃধা’ নির্মাতার শর্টফিল্ম

স্যোশাল মিডিয়া ফেসবুক, ইউটিউবে এখন প্রশংসা পাচ্ছে শর্টফিল্ম চক্রাকার। ‘মৃধা বনাম মৃধা’ বানিয়ে আলোচনায় আসা নির্মাতা রনি ভৌমিকের নতুন নির্মাণ এই শর্টফিল্মটি।

নির্মাতা জানান, নির্মাণের ধরন, গল্প, অভিনয়শৈলীর পাশাপাশি এই চক্রাকার শর্টফিল্মটি বড় চমক হলো স্মার্টফোনে নির্মিত এটি। ভিভো এক্স৮০ ৫জি’র প্রচারণার অংশ হিসেবে ‘চক্রাকার’ নির্মিত হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শর্টফিল্মটির শুটিং হয়েছে। মুক্তি পেয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে।

Bkash July

মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা আর ছেলের মধ্যেকার সম্পর্ক, আবেগ-ভালোবাসা, আর তার মধ্যে আলজেইমারের হানা; এই নিয়ে আবর্তিত হয়েছে শর্টফিল্মটির গল্প।

‘চক্রাকার’এ অভিনয় করেছেন আফসানা মিমি, নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান। পরিচালনার পাশাপাশি ‘চক্রাকার’ এর চিত্রনাট্য লেখেন রনি ভৌমিক। চিত্রগ্রাহক ছিলেন মোহাম্মদ তৌকির ইসলাম।

Reneta June

নির্মাতা রনি ভৌমিক বলেন, “মোবাইল ফোনে শুট করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। আমরা যারা প্রফেশনালি কাজ করি, তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং। যারা নতুন নির্মাতা, তারা যে গল্পটি বলতে চান, সেটি অকপটে একটি ভালো মোবাইল ফোন দিয়ে শুট করতে পারেন। বড় আয়োজনের অপেক্ষা না করে এভাবে সহজেই দর্শকদের সামনে নিজেদের কনটেন্ট নিয়ে হাজির হতে পারেন নতুন নির্মাতারা।’’

Labaid
BSH
Bellow Post-Green View