চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরো রমজানে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান এলেই যেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে। এতে অসহায় হয়ে পড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র পরিবারগুলো। রোজা রাখার পর অনেক পরিবারে জোটে না ভালো ইফতারও। আর এ বিষয়টি মাথায় রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম গোটা রমজান মাসে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

পুরো রমজান মাসে শাহ আলম মুড়ি, ছোলা, খেজুর, খেসারির ডাল, বেসন, চিড়া ইত্যাদি বিক্রি করবেন। এসব পণ্যে কেজিতে মাত্র ১ টাকা লাভ রাখবেন তিনি। এছাড়া আরও কিছু পণ্যে থাকছে বিশেষ অফার।

দোকানে পণ্য কিনতে আসা ক্রেতারা বলছেন, বাজারের তুলনায় এখানে কম দামে পণ্য পাচ্ছি। বাজারে যেতে যে টাকা খরচ হয় সেই দামে অন্য কিছু কিনতে পারছি। শাহ আলম ভাইয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

রমজানে দরিদ্রদের কথা বিবেচনা করে শাহ আলম বলেন, সারাবছর তো ব্যবসা করেছি। রমজানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র পরিবারগুলো কথা চিন্তা করে ১ টাকা লাভে ইফতারের পণ্য সামগ্রী বিক্রি করছি। এই রমজান মাসে যেন সবাই ভালো খেতে পারে তাই এই উদ্যোগ।

চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে। তারা শুধু পবিত্র রমজান মাসকে টার্গেট করে পুরো বছরের ব্যবসার করার জন্য। আর আমাদের এই মানবিক দোকানদার শাহ আলম ভালো উদ্যোগ নিয়েছেন। তিনি ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন। এজন্য আমার ওয়ার্ডের সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।