চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দুই প্রাক্তনকে ইনস্টাগ্রামে ফলো করেন সালমান

ইনস্টাগ্রামে সালমানের ফলোয়ারের সংখ্যা ৫৯.৫ মিলিয়ন। তবে তিনি ফলো করেন মাত্র ৩৬ জনকে। আর এই ৩৬ জনের মাঝে দুইজন অভিনেতার প্রাক্তন প্রেমিকা!

সালমান ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের ফলো করেন। এছাড়াও জ্যাকুলিন, ডেইজি শাহ্‌, সুরোজ পাঞ্চোলি, লুলিয়া ভেন্তুরকে ফলো করেন। আর ফলো করেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও সঙ্গীতা বিজলানিকে।

Bkash July

সালমান ও সঙ্গীতার বাগদান হয়ে গিয়েছিল। তাদের বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়েছিল। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কার্ডও ছাপানো হয়েছিল। কিন্তু সঙ্গীতা যখন জানতে পারেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির প্রেমে মজেছেন অভিনেতা, তখন বিয়ের মাত্র এক মাস আগে সম্পর্ক ভেঙে দেন সঙ্গীতা।

সালমান ক্যাটরিনা সম্পর্কও মাত্র কয়েক বছর টিকেছিল। সালমান এবং ক্যাটরিনার সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিলেন রণবীর কাপুর। ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্কের কারণেই নাকি সালমানের সঙ্গে তার প্রেম ভেঙে যায় বলে শোনা যায়। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন তারা।

Reneta June

সূত্র: কইমই

Labaid
BSH
Bellow Post-Green View