পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বদলে গেছে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে বদলে গেছে সেখানকার জনপদের চিত্র। মানুষের জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি এলাকাটিতে লেগেছে উন্নয়নের জোয়ার। কিছুদিন আগে যা ছিল অজ পাড়াগাঁ, তা এখন শহরের মতো আধুনিক। দেশি-বিদেশি মানুষের সার্বক্ষণিক পদচারণায় মুখর পুরো জায়গাটি।