চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডিসেম্বরে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন তারা, এমনটাই জানিয়েছে ভারতের এক গণমাধ্যম।

বলিউড হাঙ্গামাকে এক বিশ্বস্ত সূত্র বলেছেন, ‘শেরশাহ জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি ডিসেম্বরে বিয়ের তারিখ ঠিক করেছেন। দুজনের কেউই এই বিষয়ে মুখ না খুললেও তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।’

Bkash

সূত্র আরও জানিয়েছে, বিয়ে হবে মুম্বাইয়ের বাইরে। তবে এই জুটির রিসেপশন মুম্বাইতে হবে। সেখানে বলিউড ইন্ডাস্টির লোকেদের দাওয়াত দেয়া হবে। অতিথিদের তালিকায় করণ জোহরও থাকবেন।

সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে দেখা গেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২১ সালের ১২ আগস্ট। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়।

Reneta June

সূত্র: বলিউড হাঙ্গামা

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View