চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদো সৌদিতে গোল পাবেন কবে?

ক্রিস্টিয়ানো রোনালদো গত ডিসেম্বর থেকে সৌদি ক্লাব আল নাসেরে, পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে দুই সৌদি ক্লাবের সম্মিলিত দলের হয়ে জোড়া গোল করেছেন, এসবই পুরনো খবর। নতুন খবর, পর্তুগিজ ফরোয়ার্ড নতুন ক্লাবে প্রতিযোগিতামূলক ম্যাচের গোলের খাতা খুলতে পারেননি দ্বিতীয়বার নেমেও।

গত সপ্তাহে আল নাসেরের হয়ে মাঠে নেমেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন রোনালদো, দল জিতলেও অবশ্য গোল পাননি। সেটি ছিল সৌদি প্রো লিগের ম্যাচ। শুক্রবার তিনি নেমেছিলেন সৌদি সুপার কাপের সেমিফাইনালে। এবারও গোল পাননি, সঙ্গে ম্যাচটাও হেরে বসেছে তার দল।

Bkash July

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩-১ গোলে আল ইত্তিহাদের বিপক্ষে হারা ম্যাচে রোনালদো ছিলেন নিষ্প্রভ। আল-ইত্তিহাদের দর্শকরা রোনালদোকে দুয়োধ্বনিও দিয়েছে। সঙ্গে প্রশ্ন চওড়া হচ্ছে, সৌদিতে কবে গোল পাবেন রোনালদো!

ISCREEN
BSH
Bellow Post-Green View