চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্লাব আমেরিকার বিপক্ষে রিয়ালের হোঁচট

বার্সেলোনার বিপক্ষে হারের পর আরেকটি ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ফ্রেন্ডলি ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ওরাকেল পার্ক স্টেডিয়ামে হওয়া ম্যাচের পাঁচ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। মিগুয়েল লেয়ুনের বাড়ানো বল ডি বক্সের ভেতর আদায় করে ডান পায়ে বল জালে জড়িয়ে দেন মেক্সিকো জাতীয় দলের ফরোয়ার্ড হেনরি মার্টিন।

২২ মিনিটে মার্কো আসেনসিওর পাসে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে লস ব্লাঙ্কোসদের ডেরায় স্বস্তি ফেরান তারকা ফুটবলার করিম বেনজেমা।

লুকাস ভাজকুয়েজকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন চোটে বেশিরভাগ সময় গত মৌসুমে মাঠের বাইরে কাটানো এডেন হ্যাজার্ড।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী অবশ্য লিড ধরে রাখতে পারেনি। অ্যাটাকিং মিডফিল্ডার আলভারো ফিদালগোকে ডি বক্সের ভেতর ফাউল করেন রাইট-ব্যাক ভিনিসিয়াস টোবিয়াস। রেফারি পেনাল্টির সংকেত দিলে স্পট কিকে ফিদালগো গোল করেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডাভিড আলাবার ডান পায়ের শট ক্লাব আমেরিকার গোলরক্ষক অস্কার জিমেনেজ ঝাঁপিয়ে পড়ে ঠেকালে জয়বঞ্চিত হয় রিয়াল।