রাজ-পরীর সংসারে ভাঙনের সুর
সংবাদমাধ্যমে তাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্যের রেশ ধরে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজ-পরীর সংসারে ভাঙন ধরলো?

শরিফুল রাজ ও পরীমনির দাম্পত্য জীবনে চলছে কলহ। সংবাদমাধ্যমে তাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্যের রেশ ধরে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজ-পরীর সংসারে ভাঙন ধরলো?
রাজ-পরীর দুজনের ঘনিষ্ঠজনরা বলছেন, রাজ-পরীর বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা!
গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার পর থেকে পরীর সঙ্গে জটিলতা প্রকাশ্যে এসেছে।
পরী জানান, গত ২০ মে থেকেই রাজ বাসায় থাকছেন না। নিজের জিনিসপত্র নিয়ে চলে গেছেন। এমনকি তার সঙ্গে নাকি যোগাযোগও করতে পারছেন না। এর বিপরীতে রাজের সুর কিছুটা ভিন্ন। তার মতে, বাসা থেকে বের হওয়ার কারণ পরী নিজেই ভালো জানেন।

অর্থাৎ এটুকু স্পষ্ট, দুজনের মধ্যে কোনও ঝামেলার সূত্রেই ঘর ছেড়েছেন রাজ। প্রশ্ন হলো, এই তারকা দম্পতির সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে? তারা কি দাম্পত্যের গল্পটা দীর্ঘ করতে চান? নাকি বিচ্ছেদে সব কিছুর ইতি টানতে চান?
শনিবার (৩ জুন) অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে আলাপে শরিফুল রাজ বেশ শান্তভাবে ইঙ্গিত করলেন, পরীর আশেপাশের কিছু মানুষ তাকে ভুল পরামর্শ দেয়। এছাড়া পারিবারিক সমস্ত বিষয় গণমাধ্যমের সামনে নিয়ে আসার পক্ষেও তিনি নন বলে জানান।
জয়-রাজের সেই আলাপের ভিডিওটি রবিবার (৪ জুন) সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন পরী। সংবাদ মাধ্যমে প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে গালিও দিয়েছেন। রাজের বিরুদ্ধে ‘মাতলামি’র অভিযোগও তুলেছেন পরী। শুধু তাই নয়, রাজের সঙ্গে অন্য নায়িকা-অভিনেত্রীদের সম্পর্কের দিকটি ইঙ্গিত করে সেসব মানুষের সামনে আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পরে অবশ্য পোস্টটি মুছে দেন এই নায়িকা।
এদিকে, একটি গণমাধ্যমকে পরীমনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি রাজকে আর স্বামী হিসেবে ভাবতে চান না। নিজেকে রাজের প্রাক্তন বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। এমনকি আগামীতে বিবাদ মিটিয়ে রাজ যদি ফিরতে চান, সংসার করতে চান, সেই সুযোগ নেই বলেও মন্তব্য পরীর।
মূলত সংবাদমাধ্যমে পরীর এমন বক্তব্যের পরেই বিচ্ছেদের সুর আরও জোরালো হয়েছে। তবে বেশিরভাগ নেটিজেনদের মন্তব্য, তাদের একমাত্র পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর দিকে তাকিয়ে হলেও রাজ-পরী যেন মীমাংসার পথ বেছে নিয়ে নতুনভাবে সংসার শুরু করেন। আবার অনেকে বলছেন, সম্পর্ক বিষাক্ত হয়ে গেলে সন্তানের দোহায় দিয়ে মীমাংসার সিদ্ধান্ত হবে বোকামি! এখন সময়ের অপেক্ষা। কারণ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটি রাজ-পরীরই!
গেল বছরের ১০ জানুয়ারি আচমকা পরীমনি জানান, তিনি সন্তানসম্ভবা। সেই সূত্রেই রাজকে বিয়ের খবরটি সামনে আনেন পরী। তিনি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন। পরে গেল বছরের ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট তাদের পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর জন্ম হয়।