চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন প্রেমে মজেছেন রাশমিকা?

দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের চর্চা চলে প্রায় সব জায়গাতে। যদিও নিজেরা কখনোই স্বীকার করেননি যে তার প্রেম করছেন!

ওপেন সিক্রেট এই প্রেমের গুঞ্জনের মাঝে জানা গেল সম্পর্কে চিড় ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। বিজয়ের হাত ছেড়ে অন্য এক জনকে মন দিয়েছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিক বার একসঙ্গেও দেখা গিয়েছে তাদের। ধারণা করা হচ্ছে, একে অপরকে ‘ডেট’ করছেন তারা।

দিন কয়েক আগেই মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস। লাল গালিচাতেও তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। তাইতো খবর রটেছে, বিজয়কে ছেড়ে আপাতত সাই শ্রীনিবাসেই মজেছেন কন্নড় অভিনেত্রী।

জানুয়ারি মাসের শেষের দিকে দুবাইয়ে একসঙ্গে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে। দুবাইয়ে সপরিবারে ছুটি কাটিয়েছেন আলোচিত এই জুটি। শুধু তাই নয় জল্পনা শুরু হয়েছিল, বিজয়ের পরিবারের সবার উপস্থিতিতেই নাকি বিজয় ও রাশমিকার বিয়ের পাকা কথা সারা হবে।

বিজয় ও রাশমিকার হাসিমুখের ছবি প্রকাশ্যে আসার পর খুশি হয়েছিলেন চর্চিত যুগলের অনুরাগীরাও। তার মাস দুয়েকের মধ্যে এখন দুই তারকার বিচ্ছেদের কানাঘুষো চলছে!

সূত্র: নিউজ ১৮

Labaid
BSH
Bellow Post-Green View