
চোটের কারণে ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন করিম বেনজেমা। তার বদলি কাউকে স্কোয়াডে নেয়া হয়নি। এমন খবরও এসেছে, দ্রুতই চোট কাটিয়ে ফ্রেঞ্চ স্ট্রাইকার ফিরতে পারেন বিশ্বকাপ দলে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে প্রশ্ন ছুটে যায়। উত্তরে বেনজেমাকে নিয়ে বর্তমান বাস্তবতা ও পরিস্থিতি তুলে ধরেন তিনি।
‘করিম বেনজেমার ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরে আসা নিয়ে আমি মনে মনে কিছুই ভাবছি না। বাস্তবতা কি তা আপনি জানেন। আমি করিম চলে যাওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলাম। তার শারীরিক অবস্থা এবং তার সেরে উঠতে যে সময় প্রয়োজন, সেটা তিনি জানেন। আমি জানি না আপনি প্রশ্নটি করে বিষয়টিকে কোনদিকে নিতে চাচ্ছেন।’
‘আমি আপনাকে কথা বলতে, তর্ক করতে ও কল্পনা করতে দিতে পারি। এমন বিষয়গুলোতে মন্তব্য করতে চাচ্ছি না, যা আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়।’

অস্ট্রেলিয়া এবং ডেনমার্ককে হারিয়ে গ্রুপ রাউন্ডের প্রথম দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় আল জানুব স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তিউনিশিয়ার মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে।