চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফাইনালে খেলা নিয়ে যা জানালেন বেনজেমা

করিম বেনজেমা, পল পগবা ও এনগোলো কান্তেকে ফাইনালে দেখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, এমন খবর এসেছিল। দেশটির ক্রীড়ামন্ত্রী এমেলি ওউদিয়া-কাস্তেরা এরকম মন্তব্য করার পর বেশ শোরগোল পড়ে যায়।

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই তিন ফুটবলার। পগবা ও কান্তের চেয়ে অবশ্য ব্যালন ডি’অর জয়ী বেনজেমার ফাইনালে খেলা নিয়েই আলোচনা বেশি ছিল। বেনজেমা স্পেনে গিয়ে অনুশীলন শুরু করেছেন বলেও খবর হয়। রোববার লুসেইলের ব্লকবাস্টার ফাইনালে ফিরে আসার প্রস্তুতি এগুলো বলে চাউর হয়।

আলোচনা যখন তুঙ্গে, তখন ইনস্টাগ্রাম পোস্টে ফাইনালে খেলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন বেনজেমা। পরিষ্কার বলেছেন, ‘আমি আগ্রহী নই।’

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড হাঁটুর চোট টানছেন দীর্ঘদিন ধরেই। যুক্ত হয়েছে বাম পায়ের পেশির চোটও। তবুও দলের সঙ্গে কাতারে গিয়েছিলেন। অনুশীলনে নামার পর সমস্যা বোধ করায় দ্রুত ছেড়ে যান দলের বিশ্বকাপ ক্যাম্প।

দুর্দান্ত ফর্ম দিয়ে প্রায় অর্ধযুগ পর জায়গা করে নিয়েছিলেন দিদিয়ের দেশমের স্কোয়াডে। কাতার বিশ্বকাপে ফরাসিদের অন্যতম আস্থার জায়গা হতে পারতেন ৩৪ বর্ষী বেনজেমা। কিন্তু সবকিছু তার পক্ষে থাকেনি। গত রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি।