চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পূজা চেরীর স্বপ্নের নায়ক জায়েদ খান!

শুরু হয়েছে নতুন ছবি ‘লিপস্টিক’ এর শুটিং, ক্যামিও চরিত্রে জায়েদ খান

KSRM

চিত্রনায়ক জায়েদ খান পূজা চেরীর স্বপ্নের নায়ক! তার ঘরজুড়ে শুধু জায়েদ খানের ছবি। কোথাও জায়েদ খানের শুটিং হচ্ছে শুনে সেখানে প্রাণপন ছুটে যায় তাকে এক নজর দেখতে। বাস্তবে নায়িকা পূজা চেরী কতোটা জায়েদ ভক্ত, তা জানা না গেলেও পর্দায় তাকে এমন চরিত্রেই দেখা যাবে!

সিনেমাটির নাম ‘লিপস্টিক’। কামরুজ্জামান রুমান পরিচালিত এই সিনেমাটি জায়েদ ভক্ত এক নারীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বলেই খবর। রবিবার এই সিনেমার শুটিং শুরুর আগে লোকেশনে থেকেই জায়েদ খান কথা বললেন সংবাদকর্মীদের সাথে।

Bkash July

‘লিপস্টিক’ সিনমোয় চিত্রনায়ক জায়েদ খান স্বনামেই অভিনয় করছেন। এটা তার জীবনে অন্যরকম ব্যতিক্রমী একটি ঘটনা হয়ে থাকবে বলে এসময় জানান জায়েদ।

জায়েদ খান বলেন, এই ছবির গল্পটা আমাকে কেন্দ্র করে আবর্তিত, এই জিনিসটা আমাকে খুব আবেগাপ্লুত করেছে। সব সিনেমায় তো নায়ক হিসেবেই কাজ করি। কিন্তু এটা ব্যতিক্রম। এই সিনেমায় আমাকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে, চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড।

Reneta June

‘লিপস্টিক’ এ জায়েদ খান ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আদর আজাদ প্রমুখ। এরআগে এই সিনেমায় আদর আজাদের বিপরীতে কলকাতার দর্শনা বণিকের কথা শোনা গিয়েছিলো।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View