চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভোলার লালমোহন-তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ভোলার লালমোহন ও তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে কেক কাটা এবং আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

তিনি আরও বলেন, বিএনপি জোট সরকারের আমলে তাকে বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে। এর আগেও তাকে বহুবার হত্যাচেষ্টা হয়েছে। কিন্তু একচুল পরিমাণও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের প্রচেষ্টা থেকে নাড়াতে পারেনি। তিনি অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সফল হয়েছেন। এবং এদেশের মানুষর অধিকার ফিরিয়ে এনেছেন।

তিনি জানান, লালমোহন-তজুমদ্দিনের ৫ লাখ মানুষ তার উন্নয়নের দিকে আস্থাশীল হয়ে চায় আবারও এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা