কোটি কোটি টাকা খরচ করে সরকার মেট্রোরেল নির্মানের যে উদ্যোগ নিয়েছে তা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বলে উল্লেখ করে মেট্রোরেলের উপযোগিতা আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
রোববার (১৯ মার্চ) পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া।
সুভাষ বড়ুয়া বলেন, সরকার চট্টগ্রাম মহানগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করেছে। এর সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে কমপক্ষে দশবছর সময় লাগবে। ততদিন চট্টগ্রামের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ না নিয়ে এই ধরনের প্রকল্প কোনো কাজের হবে না । এই সময় সম্মেলনে ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলবে দুই বছর। এতে খরচ ধরা হয়েছে ৭০ কোটি টাকা, যার ৫৭ কোটি টাকা দেবে কোইকা আর বাকি অর্থের সংস্থান করবে বাংলাদেশ সরকার।