চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাতে আঁকা পোস্টারের ঐতিহ্য ফিরিয়ে আনছে ‘অপারেশন সুন্দরবন’

বাংলা সিনেমার গোড়াপত্তন থেকে দর্শক আকর্ষণে ব্যবহার করা হত হাতে আঁকা পোস্টার ও ব্যানার।

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই ঐহিত্য ফিরিয়ে আনছে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা সংশ্লিষ্টরা।

সিনেমার পরিচালক দীপংকর দীপন মনে করেন,  পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা স্মরণ করতে চাই।

জাপানে এখনো টুরিস্টদের জন্য নো এবং কাবুকি থিয়েটারে হাইলি পেইড সম্মানীতে সরকারি পৃষ্ঠপোষকতায় ঐহিত্য ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমা প্রচারণা হতো। এসব পোস্টার এতটাই নজর কাড়ত যে দর্শক সিনেমা হলে আসতে বাধ্য হতো।

১৯৬১ সাল থেকে দেয়ালে পোস্টার আকার মাধ্যমে পোস্টার আঁকা শুরু করেন বিদেশ কুমার ধর।

বিদেশ কুমার ধর বলেন, র‍্যাব আমাদের খুঁজে বের করে যে সম্মান দিয়েছে এই সম্মান আজ পর্যন্ত কেউ দেয়নি।