চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

দলীয় সর্বোচ্চ সংগ্রহের ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি বৃষ্টির কারণে। বৃষ্টির শঙ্কা রয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও। ম্যাচের আগেরদিন সকালে সিলেটে হয়েছে বৃষ্টি।

যে কারণে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর সময় দশটা থেকে পিছিয়ে নেয়া হয়েছে দুপুর একটায়।

Bkash July

প্রথম দুই ম্যাচেই দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৯ রান তুলে দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে। পরের ম্যাচেই সেটি ভেঙে দেয়, ৩৪৯ রান জমা করে। ব্যাটিংয়ে নানা প্রাপ্তি আর রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েও প্রত্যাশিত জয়ের দেখা মেলেনি বেরসিক বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে শেষ ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি।

Labaid
BSH
Bellow Post-Green View