বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চনের জন্য নতুন মার্কিন ভিসা নীতি সরকার ও বিরোধী সবপক্ষের জন্য উইন উইন অবস্থা বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, নতুন ভিসা নীতি নিয়ে কোনো পক্ষের খুব খুশি হওয়া বা মন খারাপ করার সুযোগ নেই।
তারা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দেশে সহিংসতাবিহীন গণতান্ত্রিক সংস্কৃতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। নতুন ভিসা নীতি নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থার জন্য নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখার সতর্কবার্তা বলেও মনে করছেন তারা।
কোনো দেশের নির্বাচন প্রক্রিয়াকে যথাযথ করতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করার ঘটনা বিরল। বুধবার রাতের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করে দেশটি। বৃহস্পতিবার দিনভর নতুন ভিসা নীতি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ছিলো সরকার ও বিরোধী দলের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্ত্তী বলছেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো পক্ষের খুব খুশি হওয়া বা মন খারাপ করার সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচনসংশ্লিষ্টদের সম্পর্কে বিভিন্ন সময় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ থাকায় আগামী নির্বাচনকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ।

কারো চাপে নয় বরং দেশের ভূ-রাজনৈতিক ও অর্থনেতিক গুরুত্বকে কাজে লাগাতে নিজেদের স্বার্থেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নতুন ভিসা নীতি ভূমিকা রাখবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।