চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে ‘আইস্ক্রিন’-এর গালা ইভিনিং আজ

'আইস্ক্রিন' এর গালা ইভিনিং থেকে আসবে চমকের প্রিমিয়াম কনটেন্টের ঘোষণা।

বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশের সব মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ‘গালা ইভিনিং’ অনুষ্ঠিত হবে।

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’- স্লোগানে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ‘আইস্ক্রিন’। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কনটেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শক- এমনটাই জানিয়েছেন আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)।

‘গালা ইভিনিং’-এ বেশকিছু প্রিমিয়াম কনটেন্টের ঘোষণা আসছে। কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।

এর আগে ‘আইস্ক্রিন’ এর সাবস্ক্রিপশন পরিকল্পনা কেমন হবে, তা জানিয়েছিলেন তিনি।

প্রিমিয়াম কনটেন্ট দেখতেও দর্শককে খুব বেশি কঠিন পথ পাড়ি দিতে হবে না বলে তিনি জানিয়েছেন। প্রিমিয়াম কনটেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে।

আইস্ক্রিনে তিনটি প্ল্যান- এক মাস, ছয় মাস ও এক বছরের। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা!