চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পদত্যাগ করছেন নেটফ্লিক্সের সিইও

শুরু থেকেই নেটফ্লিক্স অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে সাড়া জাগিয়েছে।

বিনোদন জগতে আলোচনা-সমালোচনার শীর্ষে থাকা নেটফ্লিক্স এবার সমালোচনার মুখ্য বিষয় হয়েছে যখন নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি এক ব্লগ পোস্টে রিড হেস্টিংস জানিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে তিনি এবার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন। তথ্যটি এএফপি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার নেটফ্লিক্স জানিয়েছে, গত বছর তাদের প্রত্যাশা ছাড়িয়ে গ্রাহক সংখ্যা দাঁড়ায় ২৩ কোটিতে। গত ৩ মাসে ৭৭ লাখ নতুন সদস্য পেয়েছেন বলে জানিয়েছে নেটফ্লিক্স।

Labaid
BSH
Bellow Post-Green View