চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাহাড়ে একাকী আরোহণ নিষিদ্ধ করেছে নেপাল

একা একা মাউন্ট এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করার পাঁচ বছর পর, পুরো দেশে একক আরোহণে নিষেধাজ্ঞা বাড়িয়েছে নেপাল সরকার।

বিশ্বের আটটি উচ্চতম পর্বতের দেশ নেপাল। নয়নাভিরাম গ্রামীণ পাহাড়ি অঞ্চলের জন্যও পরিচিত। আর তাই দেশটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াতে চান অনেকেই।

Bkash July

তবে সরকারি নিয়ম অনুযায়ী এখন থেকে ভ্রমণকারীদের প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করতে চাইলে তাদের অবশ্যই সরকারী লাইসেন্সপ্রাপ্ত গাইড ভাড়া করতে হবে অথবা একটি গ্রুপে যোগ দিতে হবে। নেপাল ট্রেকিং শিল্পে অন্যতম বৃহৎ অর্থ উপার্জনকারী দেশ হলেও, প্রতিবছর হারিয়ে যাওয়া একক আরোহণকারীদের অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয় দেশটিতে।

নেপাল ট্যুরিজম বোর্ডের ডিরেক্টর মানি আর লামিছানে বলেন, যখন কেউ একা ভ্রমণ করে, জরুরী পরিস্থিতিতে তাকে সাহায্য করার জন্য কেউ থাকেনা, তারা যদি শহরে ভ্রমণ করে ভাল, তবে দুর্গম পাহাড়ের অবকাঠামো নিরাপদ নয়।

Reneta June

সরকারের নতুন নিয়ম সম্পর্কে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

নেপালের একটি সুপরিচিত গাইডিং কোম্পানির মালিক ইয়ান টেলর বলেন, নেপালে দিন দিন কঠিন পর্বতারোহণের চেষ্টা করা মানুষের সংখ্যা বেড়েই চলেছে, এমন অবস্থায় এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, এখন এই অঞ্চলে অনেক বেশি সংখ্যক লোক ভ্রমণ করছে এবং তাদের বেশিরভাগই পর্যটক, আরোহী নয়। তারা আউটডোরে স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্যই তাদের অভিজ্ঞ গাইডদের সহায়তার প্রয়োজন।

তিনি আরও বলেন, নেপাল সরকারের প্রতিটি ভিসা আবেদনকারীকে আলাদাভাবে পরীক্ষা করার ক্ষমতা নেই, তাই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলর বলেন, আমরা কখনই পাহাড়ে মানুষের প্রবেশাধিকার সীমিত দেখতে চাই না। যাই হোক, নেপালের পরিস্থিতি খুবই অনন্য তবে পরিবর্তন করা প্রয়োজন।

Labaid
BSH
Bellow Post-Green View