মোরশেদ আলম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমের কোনো বইতেই লেখা নেই মানুষের পূর্ব পুরুষ বানর, এটি নিয়ে একটি গোষ্ঠী অপপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরে শিশুদের জন্য ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধন করেন ডা. দীপু মনি।
এসময় মন্ত্রী জানান, পাঠ্য বইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০বছর আগের ভুল। একটা শিক্ষাক্রম বিশাল কর্মযজ্ঞ। আমাদের শুধু মাত্র মাধ্যমিকেই ৬৫টি বই নতুন করতে হয়েছে।
তিনি বলেন, এই ৬৫টি বইয়ে প্রতিটিরই প্রথম থেকে শেষ পযর্ন্ত প্রতি অক্ষর আমরা সকলেই যে সমানভাবে দেখেছি, তা কিন্তু নয়। আমাদের অনেকেই আমরা খুবই কম দেখেছি। কিন্তু তারপরও সেখানে যদি কোনো ভুল থেকে থাকেও সেই ভুল অনিচ্ছাকৃত। কেউ যদি ইচ্ছাকৃত করে থাকে তার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহানাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত প্রমূখ।