বেশি সবজি উৎপাদনে সফল আইপিএম প্রযুক্তি
জামালপুরে আইপিএম প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষক। আইপিএম প্রযুক্তিতে পরিবেশবান্ধব জৈব সার, পোকা দমনে ফেরোমন ফাঁদ, আঠাযুক্ত স্টিকারসহ আধুনিক পদ্ধতি অবলম্বন করায় এবার অনেক বেশি সবজি উৎপাদন হয়েছে। আর্থিকভাবে লাভবানও হয়েছেন কৃষক।