চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়া কোন রোগী নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়: লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশী একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে‘ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোন ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোন ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহুর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন ব্যক্তি নেই।

মাঙ্কিপক্স সন্দেহে আজ মঙ্গলবার তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক তরুণকে রাজধানীর সংক্রামকব্যাধী হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যাত্রীর নাম আকসি আলতে (৩২)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশী নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।