চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশেও মাঙ্কিপক্স?

মাঙ্কিপক্স সন্দেহে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক তরুণকে রাজধানীর সংক্রামকব্যাধী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই যাত্রীর নাম আকসি আলতে (৩২)। তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশী নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এরই মধ্যে আইইডিসিআর এর একটি টিম তার নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাঙ্কিপক্স সাধারণত হালকা ভাইরাসজনিত সংক্রমণ যা ক্যামেরুন, আইভরি কোস্ট, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি), দক্ষিণ সুদান এবং নাইজেরিয়া সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে স্থানীয় বা সাধারণ রোগ হিসেবে প্রচলিত।

তবে রোগটি বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে পড়েছে।

মাঙ্কিপক্সের বিরুদ্ধে এখনই ব্যাপক আকারে গণ টিকা দেওয়ার প্রয়োজন নেই জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)। তবে এ রোগের প্রাদুর্ভাব থাকা দেশগুলিতে এর বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংস্থাটি।