মেজর লিগ সকারে অভিষেকটা দুর্দান্ত হয়েছে লিওনেল মেসির। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলে অসাধারণ এক গোল উপহার দিয়েছেন। সুন্দর দিনটিতে মেসিকে ঘিরে জন্মেছে একটি শঙ্কাও! নিয়ম ভাঙার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি গত শনিবার অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে। অভিষেকে গোলের পর তার বিরুদ্ধে লিগের নিয়ম ভাঙার ওই অভিযোগটি উঠেছে। ম্যাচ শেষে সতীর্থদের সাথে উদযাপনের পর সংবাদমাধ্যমের সাথে কথা বলেননি মেসি, সাংবাদিকদের অভিযোগ তাকে ডেকেও পাওয়া যায়নি, যা আসরের নিয়মের লঙ্ঘন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দাবি করেছে, ইন্টার মিয়ামির মুখপাত্র মলি ড্রেসকা তাদের বলেছেন, ম্যাচ শেষে মেসি সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য ছিলেন না। তবে মেজর লিগ সকারের নিয়ম, ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য সব ফুটবলারকেই প্রস্তুত থাকতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেজর লিগ সকারের নির্বাহী সহ-সভাপতি ড্যান কোর্টম্যানচে ম্যাচের আগে বলেছিলেন সব খেলোয়াড়, সাথে মেসিকেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন মেসি কী ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন আনুষ্ঠানিকভাবে সেটির কিছু জানায়নি লিগ কর্তৃপক্ষ।
মিয়ামির কোচ টাটা মার্টিনো ম্যাচের শুরুর একাদশে রাখেননি মেসিকে। ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটে গোল করে মিয়ামিকে এগিয়ে নেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ৬০ মিনিটে মাঠে নেমে ৩৬ বর্ষী মেসি চোখ ধাঁধানো এক গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন।
আর্জেন্টাইন মহাতারকা ওই ম্যাচে লিগে অভিষেকের আগে লিগস কাপের শিরোপা জিতেছেন। উঠেছেন ইউএস ওপেন কাপের ফাইনালেও। আমেরিকায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন কাতার বিশ্বকাপজয়ী।
বিজ্ঞাপন