চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীতে সরোদ সন্ধ্যায় সিরাজ আলী খান

সংগীতের গভীরে প্রবেশ করতে চাইলে শাস্ত্রীয় সংগীতের নাকি বিকল্প নেই। যদিও দেশে শাস্ত্রীয় সংগীতের আয়োজন কালেভদ্রে দেখা যায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সরোদ বাদনে দর্শক শ্রোতাদের মুগ্ধ হওয়ার সুযোগ করে দিচ্ছে সাতোরি একাডেমি অব আর্টস।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১১টা অবধি সরোদ সন্ধ্যার আয়োজন করেছে সাতোরি। স্থান বনানীর সাতোরি মেডিটেশন। অনুষ্ঠানের শিরোনাম ‘মেলোডিয়াস জার্নি অব সিরাজ আলী খান’।

ভিন্নধর্মী এ আয়োজনে উপমহাদেশের কিংবদন্তী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান ছাড়াও আরও থাকছেন আফসানা খান (সেতার), রুকসানা খান (সরোদ), মানিক বিশ্বাস (পাকওয়াজ) এবং জাকির হোসেন (তবলা)। অনুষ্ঠানে ডকুমেন্টারি স্ক্রিনিংও হবে।

ওস্তাদ আশীষ খানের ছোট ভাই অধ্যাপক ধ্যানেশ খানের একমাত্র পুত্র সিরাজ আলী খান। দাদা ওস্তাদ আলী আকবর খান এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর প্রপৌত্র। সিরাজ আলী খান ৫ বছর বয়সে পিতার হাতে সরোদে হাতে খড়ি। পরে ওস্তাদ আলী আকবর খান, চাচা ওস্তাদ আশীষ খান ও ফুফু আমেনা খানের নিকট তালিম গ্রহণ করেন।