চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন তিন গান নিয়ে আসছেন মাহেদী হাসান

এরই মধ্যে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তরুণ সংগীতশিল্পী এমডি মাহেদী হাসানের। শিগগির আসছে তার কণ্ঠে বেশ কয়েকটি নতুন গান। 

কয়েকজন সুরকারের সুরে এরই মধ্যে নিজের নতুন গানগুলোর কাজ শুরু করেছেন মাহেদী হাসান। এ বিষয়ে তিনি বলেন, নানামুখী ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি। শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।

Bkash July

তিনি আরও বলেন, দেশের গুণী কয়েকজন গীতিকার ও সুরকারের সুরে তিনটি গান করছি। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। প্রতিটি গানেই চমক থাকবে, এতটুকু বলতে পারি।

মাহেদী হাসানের প্রথম অ্যালবামের নাম ছিল ‘ভোরের শুকতারা’। সেই অ্যালবামের মাধ্যমে বেশ ভালো সাড়া পেয়েছিলেন এ শিল্পী।

ISCREEN
BSH
Bellow Post-Green View