চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবার স্করসিস-ডিক্যাপ্রিও

লিওনার্দো ডিক্যাপ্রিওকে আবারও মার্টিন স্করসিসের ছবিতে দেখা যাবে। জানা গেছে, নিউ ইয়র্কের সাংবাদিক ডেভিড গ্র্যানের নন-ফিকশন বই ‘দ্য ওয়েজার: অ্যা টেল অব শিপরেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ অবলম্বনে তৈরি করা হবে ছবিটি। এটি হতে যাচ্ছে এই জুটির সপ্তম কাজ।

মার্টিন স্করসিসের এই ছবিটি মুক্তি পাবে অ্যাপল ওরিজিনাল ফিল্মসে। একই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ডিক্যাপ্রিও-স্করসিসের সর্বশেষ ছবি ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন।’

‘দ্য ওয়েজার: অ্যা টেল অব শিপরেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ অবলম্বনে তৈরি এই ছবির নাম কিংবা কবে নাগাদ শুটিং শুরু হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

‘দ্য ওয়েজার: অ্যা টেল অব শিপরেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ বইয়ের কাজিনি ১৭০০ সালের ব্রিটিশ নৌবাহিনীর এক জাহাজকে ঘিরে। স্প্যানিশ সম্পদ ভরা এক গ্যালন উদ্ধারের গোপন মিশনে যাওয়ার সময় প্যাটাগোনিয়া উপকূলের একটি নির্জন দ্বীপে জাহাজটি ভেঙ্গে পড়ে।

জাহাজের সদস্যরা দ্বীপে আটকে পড়ে এবং প্রতিকুল পরিবেশে টিকে থাকার লড়াইয়ে নৈরাজ্য তৈরি হয়। তারা যখন ফিরে আসে তখন তাদের বিরুদ্ধে হত্যা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে।

স্করসিস ও ডিক্যাপ্রিও প্রথমবার কাজ করেন ২০০২ সালে (গ্যাংস অব নিউইয়র্ক)। এরপর একে ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) এবং ‘দ্য কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে।

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডিক্যাপ্রিওর ‘ডোন্ট লুক আপ’। মুক্তির অপেক্ষায় আছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন।’ শোনা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি কিংবা শেষ দিকে মুক্তি পাবে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।

সূত্র: দ্য হিন্দু