চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসপাতালে ‘গুরু’ খ্যাত নির্মাতা মণিরত্নম

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের প্রখ্যাত পরিচালক মণিরত্নম। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে মণিরত্নমের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে তার বাবা-মায়ের বয়স ৯০-এর উর্দ্ধে হওয়ায়, তাদের কথা মাথায় রেখে নিজেকে আইসোলেট রাখতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে এই নির্মাতার ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি। বেশ কিছুদিন ধরেই যার পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিলেন এই পরিচালক।

এর আগে গত ৮ জুলাই নির্মাতার ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটির টিজার প্রকাশ পায়। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মণিরত্নম।

তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলভান’ অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে।

চিয়ান বিক্রম ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত আসন্ন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। –পিঙ্কভিলা