চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আজ রাহুল-আথিয়ার বিয়ে, কী থাকছে মেন্যুতে?

আজ সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল সাত পাকে বাঁধা পড়বেন। আথিয়া-রাহুলের বিয়ের অনুষ্ঠান খুবই সাদামাটা ভাবে হবে।

জানা গেছে বিয়ের দিন লাল নয় বরং নিজেদের সাদা ও গোল্ডেন রঙের পোশাকে সাজাবেন আথিয়া-রাহুল। সব্যসাচীর ডিজাইন করা বিয়ের পোশাকে সেজে উঠবেন তারা।

Bkash July

আথিয়া ও কেএল রাহুল দুজনেই দক্ষিণ ভারতের বাসিন্দা। আর তাই তাদের বিয়ের মেন্যুতে দক্ষিণ ভারতীয় খাবার প্রাধান্য পাবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে বিয়েতে উপস্থিত অতিথিদের প্লেটে নয় বরং দক্ষিণ ভারতীয় রীতি মেনে কলাপাতায় খেতে দেওয়া হবে।

খান্ডালায় সুনীল শেঠির বিশাল বিলাসবহুল বাংলোর সামনেই একটি জায়গায় বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে। অনুমান করা হচ্ছে সেখানেই বসতে চলেছে বিয়ের আসর। আথিয়া ও কেএল রাহুল আজ ভারতের সময় বিকেল ৪টার দিকে সাতপাকে বাঁধা পড়বেন আথিয়া ও রাহুল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে ৬টার পর সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের সামনে আসবেন নবদম্পতি।

Reneta June

শোনা যাচ্ছে যে বিয়েতে বলিউডের বড় কোনো তারকাকে দেখা যাবে না। পরিবার ও নিকট আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে। আমন্ত্রিত অন্য অতিথিদের থাকার জন্য সুনীল শেঠির খান্ডালার বাড়ির পাশেই একটি পাঁচতারা হোটেলে ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View