চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ১১

ব্রাজিলের দুটি স্কুলে বন্ধুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১১জন। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে গুলিতে এই হতাহতের ঘটনা বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় গণমাধ্যম সূত্রে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এস্পিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোরে বন্দুকধারীরা স্কুলে একদল শিক্ষকের ওপর গুলি চালায়। এতে দুই নারী নিহত এবং আরও নয়জন আহত হয়।

মেয়র লুইস কার্লোস কৌতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে বলেন, তারপর বন্দুকধারীরা অন্য একটি স্কুলে গিয়ে এক কিশোরী মেয়েকে হত্যা করে এবং আরও দু’জনকে আহত করে।

রাজ্যের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এক টুইট বার্তায় গভর্নর লিখেন, আমরা তদন্ত অব্যাহত রেখেছি। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১১ সালে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর স্কুল গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল। ২০১৯ সালে দুই প্রাক্তন ছাত্র সাও পাওলোর বাইরে সুজানোর একটি উচ্চ বিদ্যালয়ে আটজনকে গুলি করে হত্যা করেছিল, তারপর নিজের জীবনও নিয়েছিল।

ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সর্বশেষ গোলাগুলিকে ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ বলেছেন। টুইটারে তিনি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।