চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লেবাননের সঙ্গে ঐতিহাসিক সমুদ্র চুক্তির কাছাকাছি ইসরায়েল

মার্কিন খসড়া প্রস্তাবে ইসরায়েলি ‘দাবি’ পূরণ করার পর গ্যাস-সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় সমুদ্র সীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত বিরোধ সমাধানের জন্য লেবাননের সাথে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েল।

মার্কিন দূত আমোস হোচস্টেইন কর্তৃক প্রণীত একটি প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছিল ইসরায়েল, যার লক্ষ্য অফশোর ক্ষেত্রগুলির উপর বিরোধ দাবি নিষ্পত্তি করে উভয় দেশের জন্য গ্যাস উৎপাদন উন্মুক্ত করা।

Bkash July

কিন্তু ইসরায়েল গত সপ্তাহে বলেছিল, তারা হোচস্টাইনের খসড়াতে লেবাননের দাবি পরিবর্তন প্রত্যাখ্যান করতে চায়।

সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত ছিল এবং ইসরায়েল বলেছে, হোচস্টেইনের সর্বশেষ প্রস্তাবটি একটি চুক্তিকে নাগালের মধ্যে নিয়ে এসেছে।

Reneta June

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আলোচনার প্রধান আলোচক ইয়াল হুলাতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সমস্ত দাবি পূরণ করা হয়েছে, আমরা যে পরিবর্তনগুলি চেয়েছিলাম তা সংশোধন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করেছি এবং একটি ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি।’

লেবানন এবং ইসরায়েলের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাদের স্থল সীমান্ত জাতিসংঘ বাহিনী দ্বারা টহল দেওয়া হয়। দুই পক্ষ প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধে রয়েছে।

উভয় দেশ ২০২০ সালে সমুদ্র সীমা নিয়ে আলোচনা পুনরায় শুরু করলে আলোচনায় বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

ISCREEN
BSH
Bellow Post-Green View