চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার তথ্য নেই: ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার কোন সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার ১৯ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোন সুনির্দিষ্ট তথ্য নাই। গত ডিসেম্বরে আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ২ জন জঙ্গি এখনো পলাতক আছে।

তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ টার পর পরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ২ ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রথম ভাগে রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশী কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পন করবেন।

তারা পুষ্পস্তবক অর্পণ করে বিদায় নেওয়ার পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুইভাগে শহীদ মিনারের নিরারাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পলাশী প্রান্তর থেকে দোয়েল চত্ত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। সঙ্গে ব্যাগ জাতীয় কোন জিনিস নিয়ে আসবেন না।

অন্যান্যবারের মতো এবারো একইভাবে প্রবেশ করানো হবে। ভিভিআইপিরা দোয়েল চত্ত্বর হয়ে প্রবেশ করবেন। মন্ত্রী পরিষদের সদস্যরা জিমনেসিয়াম মাঠে গাড়ি রেখে বাকিটা পথ হেঁটে আসবেন। আর সাধারণরা পলাশী মোড় হয়ে জগন্নাথ হল হয়ে প্রবেশ করবেন ও দোয়েল চত্ত্বর-চানখাঁরপুল হয়ে বের হয়ে যাবেন।

তিনি আরো বলেন, করোনার পরে যেহেতু পুরোপুরি উন্মুক্ত পরিবেশে প্রথমবারের মতো একুশে ফেব্রুয়ারি পালিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন, ঢাকার নাগরিকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবেন। নিরাপত্তা পরিরিকল্পনায় ঢাবির সহযোগিতায় সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ৬ টা, এরপর থেকে সন্ধ্যা ৬ টা ও সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তি ধাপে মোট তিন ধাপে এ এলাকায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। প্রবেশ পথ ও বেরিয়ে যাওয়ার পথ ছাড়া সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।