আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এই ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, সরকারের অনুরোধে ২টি প্যাকেজে সোমবার ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ। সাড়ে ৩ বছর মেয়াদী এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তৈরি হওয়া ঝুঁকি প্রশমনে সহায়ক হবে বলে মন্তব্য করেছে বহুজাতিক সংস্থাটি।
অবশ্য ঋণ পেতে এরই মধ্যে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে সরকারকে।
অর্থনীতির চলমান সংকট মোকাবেলায় গত জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনটি কর্মসূচির আওতায় সাড়ে চারশ’ কোটি ডলার ঋণ চায় অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের আবেদনে গত নভেম্বরে বাংলাদেশ সফর করে ঋণের নানা শর্ত নিয়ে আলোচনা করে আইএমএফের প্রতিনিধি দল।

১৬ জানুয়ারি সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তোয়নেত এম সায়েহ বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দেন। সোমবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর প্রধান কার্যালয়ে বোর্ড সভায় বাংলাদেশের আবেদনের চূড়ান্ত অনুমোদন দেয় আইএমএফ। এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে আইএমএফের এই ঋণ পাচ্ছে।